fbpx Skip to content
WELCOME TO

Janbibi.com

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জানবিবি - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর সংক্ষিপ্ত রুপ। সেই ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির সংক্ষিপ্ত নামটি যেমন সুন্দর, রুপে-গুণেও বিশ্ববিদ্যালয়টি তেমনি অপূর্ব। এটি আমাদের দ্বিতীয় ঘর। জানবিবির অপরুপ মাধুর্যে মুগ্ধ এর ছাত্র-শিক্ষক এবং ঘুরতে আসা দর্শনার্থীরা। জানবিবির সাথে মিশে থাকা অগাধ ভালবাসা দিয়েই সাজানো হয়েছে জানবিবি.কম। যার আলো-বাতাসে মিশে আছে আমাদের ব্যস্ততা, হাঁসি-কান্না, আবেগ, ভালবাসা, শিক্ষা এবং বিশ্ব জয়ের স্বপ্ন। ভালো থাকুক জানবিবির সকল শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, বড় ভাই-বোন, বন্ধু, ছোট ভাই-বোন, দর্শনার্থী, ঘুরতে আসা অতিথি পাখি, এবং বসবাসরত প্রতিটা জীবন।