কূপমণ্ডূকের দিনলিপি ২ – তাজিম খান
করোনার দিন শেষ হবে একদিন। মেট্রোপলিটনের এই বিষাক্ত বাতাস ছেড়ে আমি গাবতলি পাড় করে জাহাঙ্গীরনগর আসবো। শহরের নিখাদ জ্যাম শেষে গাবতলি ব্রিজের আগে বাজে গন্ধটা আমার কাছে পরিচিত মনে হবে, স্বস্তি লাগবে। তখন হয়তো শীতকাল! ঢাকায় যখন আমার গায়ে জ্যাকেট দেখে যেসব মানুষ ভুরু কুঁচকে তাকাচ্ছিলো তাদের কথা ভেবে আমিContinue Reading